নীলফামারীতে সোলার সিস্টেম প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি এবং বিতরণ সম্পন্ন

নীলফামারীতে রবিবার দুপুর ১২ টায় এটুআই প্রোগ্রাম, ঢাকা এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উদ্যোগে জেলার ৫০টি ইউডিসিতে সোলার সিস্টেম বিতরণ করা হয়েছে ।

সোলার সিস্টেম বিতরণের পূর্বে ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি সম্পন্ন করেন এটুআই প্রোগ্রাম, ঢাকা এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর প্রশিক্ষকবৃন্দ ।

কর্মসূচীতে জেলার ৬ টি উপজেলার মোট ৫০ টি ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তাদের মাঝে সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানটি নীলফামারী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

10404272_1585440585071170_3999924025336971166_n

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ জাকীর হোসেন ।
সোলার সিস্টেম প্রশিক্ষণ এবং বিতরণ কর্মসূচিতে অর্থায়ন করে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং প্রধানমন্ত্রীর

কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ।

সোলার সিস্টেম গুলো সরবরাহ করে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিঃ ।

11028355_1585440671737828_7049309711179994068_n

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ উপযোগী সোলার সিস্টেম ব্যবহারে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, ঠিক তেমনি জলবায়ুর বৈশ্বিক ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে । ইতোমধ্যে বর্তমান ক্ষমতাসীন সরকার পার্বত্যাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে সোলার সিস্টেম স্থাপন করে বিদ্যুৎ সরবরাহে অভাবনীয় সাফল্য দেখিয়েছে ।

জনাব মোঃ জাকীর হোসেন আরো বলেন, আজ ইউনিয়ন তথ্য কেন্দ্র পর্যায়ে সোলার সিস্টেম বিতরণের ফলে বাংলাদেশ তথ্য প্রযুক্তির উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল ।



মন্তব্য চালু নেই