নীলফামারীতে ভুয়া কাজীকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

দীর্ঘ প্রতিক্ষার পর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ী মধুপুর গ্রামের এক বাড়ীতে বাল্য বিবাহ দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হাতে আটক হন পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার আবুল কালাম আজাদের ছেলে ভ’য়া কাজী ইকবাল হোসেন (৪৮)।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানাগেছে,দীর্ঘদিন থেকে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ভ’য়া কাজী ইকবাল হোসেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ও বাহাগিলী ইউনিয়নে গোপনে বাল্য বিবাহ প্রদান করে আসছে। যখন কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে সরব হয়ে উঠছে ঠিক সে সময়ে কিশোরগঞ্জ উপজেলার ভিতরে পার্শ্ববর্তী সৈয়দপুর এলাকার ভুয়া কাজী ইকবাল হোসেন (৪৮) বাল্য বিবাহ প্রদানে সহযোগীতা করার কারণে উপজেলা প্রশাসন তাকে গোপনে এক ভুয়া বিবাহ প্রদান করার সময় হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সেই ভুয়া কাজীকে নেয়া হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান তাকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সাজা প্রাপ্ত ভুয়া কাজীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য চালু নেই