নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার সেই তারকা ক্রিকেটার
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) নিষিদ্ধ করেছে ক্রিকেটার আলভিরো পিটারসেনকে।
২০১০ সালে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ৩৫ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যানের। গত বছর জানুয়ারি পর্যন্ত ৩৬ টেস্টে ৩৪.৮৮ গড়ে ৫ সেঞ্চুরিতে ২০৯৩ রান করেছিলেন। এছাড়া ২১ টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।
গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি আসর র্যাম স্ল্যামে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন পিটারসেন। ক্রিকেটার-কর্মকর্তা মিলিয়ে বেশ কজন ৭ থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওই কেলেঙ্কারির জের ধরে। এবার সেই তালিকায় যোগ হলেন পিটারসেন।
গত বছর জানুয়ারিতে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় দক্ষিণ আফ্রিকার গুলাম বোদিকে। আগস্থে ১২ বছরের জন্য নিষিদ্ধ হন সাবেক টেস্ট উইকেটরক্ষক থামি সোলেকিলে। – দ্য টেলিগ্রাফ
মন্তব্য চালু নেই