নির্মাণাধীন ভবন ধস, ৪ জনের লাশ উদ্ধার

মংলা বন্দরের শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন তিন নম্বর বল রুমের ছাদ ধসে পড়েছে। ভবনের ভেতরে চাপা পড়ছে অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ভবন ধসের ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকৃত শ্রমিকদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, দুপুরে সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন তিন নম্বর বল রুমে ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বল রুমের ছাদ ধসে পড়লে তারা চাপা পড়েন। এ পর্যন্ত ২৫ জনকে উদ্ধার হয়েছে। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই