নির্বাচন সুষ্ঠু হলে বিজয় সুনিশ্চিত : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। বিএনপির নেতারা ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও থাকবেন।

শনিবার দিনব্যাপী প্রচারণার পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ইতোমধ্যে কাজ করতে শুরু করেছেন। নারায়ণগঞ্জবাসী নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

পরে তিনি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির সহযোগী সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। একই কার্যালয়ে জেলা ও মহানগর মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির এ প্রার্থী। এর আগে সকালে শহরের বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি।

অ্যাডভোকেট সাখাওয়াত আরও বলেন, যেভাবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালাচ্ছেন এভাবে চলতে থাকলে নির্বাচনের দিন মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা সে বিষয় নিয়ে আমরা সন্দিহান।

তারা ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছা তাই করছে। সুষ্ঠ নির্বাচন হলে নগরবাসী ব্যালটের মাধ্যম এর জবাব দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির উপদেষ্টা জামালউদ্দিন কালু, সহসভাপতি অ্যাড. জাকির হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, ওলামা দল নেতা শিবলি আহাম্মেদ, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার বেগম, মহানগরের সভাপতি রাশিদা জামাল, মহিলা দল নেত্রী রহিমা শরীফ মায়া, সাজেদা খাতুন মিতা ও রেহেনা বেগম প্রমুখ।



মন্তব্য চালু নেই