নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত : আ’লীগ

সিটি করপোরেশন নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত বলে দাবি করেছে আওয়ামী লীগ।

দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘পরাজয় নিশ্চিত জেনে আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্য নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

বিএনপির তিন সিটি করপোরেশন নির্বাচন বর্জন ঘোষণার পর মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।



মন্তব্য চালু নেই