নির্বাচন বর্জন : তাবিথ-আফরোজা যা বললেন

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও তাবিথ আউয়াল ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে সিটি করপোরেশন নিবার্চন বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ এই ঘোষণা দেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়া জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। ফলে এই নির্বাচন থেকে আমি সরে আসছি এবং প্রত্যাখান করছি। এটাকে আমি নির্বাচন বলেই মনে করছি না।’

তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের দলীয় ক্যাডারসহ ঢাকায় বাইরে থেকে আনা সন্ত্রাসীরা উপস্থিত ছিলেন। তারা ভোটকেন্দ্রগুলোতে বিএনপি সমর্থিত প্রিজাইডিং অফিসারদের কেন্দ্র থেকে বের করে দেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন।’

তাবিথ অভিযোগ করেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করার কথা ছিল পুলিশের। কিন্তু পুলিশের জায়গায় আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ভোটকেন্দ্র পাহাড়া দিয়েছে। ফলে ভোটারা ভোট কেন্দ্রে যেতে ভয় পেয়েছে।’

তিনি বলেন, ‘আমি একটি ভোটকেন্দ্রে গিয়ে প্লিজাইডিং অফিসারের টেবিলে খোলা ব্যালট বক্স পেয়েছিলাম। আমি এই বিষয়টি জানতে চাইলে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তিনি পারলে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন।’

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো মেয়র প্রার্থীর এজেন্টেদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তাবিথ।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। এটা ডাকাতির নির্বাচন হয়েছে। তাই এই নির্বাচন মির্জা আব্বাস বর্জন করেছেন।’

তিনি অভিযোগ করেন, ‘অনেক ভোটকেন্দ্রে আমাকেসহ সাংবাদিক ও আমার এজেন্টদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দিন আহমদ, সদস্য সচিব শওকাত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ন মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই