নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংলাপের আহ্বান বিএনপির

বাধাহীন অগ্রগতির স্বার্থে রাজনীতিতে একটি ‘টেকসই নির্বাচন প্রক্রিয়া’ স্থির করতে সব দলের অংশগ্রহণে একটি কার্যকর সংলাপ প্রয়োজন বলে মনে করে বিএনপি।

দলটির মতে, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশ কীভাবে পরিচালিত হবে, এর অগ্রগতি কীভাবে সাধিত হবে- সেজন্যই সংলাপ প্রয়োজন। এই লক্ষে একটি টেকসই নির্বাচন প্রক্রিয়ার জন্য কাজ করা উচিত।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাই, হিংসা-বিদ্বেষ-বিভেদের যে রাজনীতি চলছে তা থেকে বের হয়ে আসতে হবে। দেশের স্বার্থ ও অগ্রগতি বিবেচনা করে রাজনৈতিক ক্ষেত্রে অনিষ্পন্ন সকল বিষয়ে সব দলের মধ্যে কার্যকর সমঝোতা প্রয়োজন। আর এ জন্যই সংলাপ অপরিহার্য।’

একটি টেকসই নির্বাচন ব্যবস্থা স্থির করতে পারলে কখনোই দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে না বলেও মনে করেন রিপন।

নির্বাচন প্রক্রিয়া একটি ‘ক্রান্তিকাল’ অতিক্রম করছে- দাবি করে বিএনপির এই মুখপাত্র আরো বলেন, ‘এই ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য এবং ভোটধিকার সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে নিবন্ধিত-অনিবন্ধিত সব দলেরই গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার নিয়ে কাজ করা প্রয়োজন।’

রিপন এও বলেন, ‘৯০-এর পরে দেশে গণতন্ত্রের ক্রমবিকাশ হয়েছিল, বর্তমানে তা বাধাগ্রস্ত হয়ে পড়েছে। আজ জাতীয় নির্বাচন দূরে থাক, স্থানীয় নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্ব। এতে প্রশ্নের সম্মুখীন হচ্ছে দেশ ও সরকার।’

তিনি বলেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে বিষয়টি মেনে নিতে পারছি না। শাসকদলও নিশ্চয়ই বিষয়টি উপলব্ধি করে। কারণ, এই দলে অবশ্যই প্রজ্ঞাবান লোক আছেন। বিষয়টি বোঝার মতো সক্ষমতাও তাদের আছে বলে আমি বিশ্বাস করি।’

রিপন বলেন, ‘স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর দেশের মানুষ যেমন উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারত, তাদের পছন্দের জনপ্রতিনিধি ও সরকারকে বেছে নিতে পারত- সেই পরিবেশ পুনরুদ্ধার করতে না পারলে তা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। বাংলাদেশ ক্রমেই একদলীয় শাসনের দিকে চলে যাবে। এতে গণতন্ত্র মৃতপ্রায় হয়ে যাবে।’

এ সময় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডেরও স্মৃতিচারণ করেন দলের এই মুখপাত্র।

জাতীয়তাবাদী যুবদল এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। যুবদলের সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই