নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

সিটি নির্বাচন পরিচালনার জন্য বিএনপিপন্থি নাগরিকদের নিয়ে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিনকে প্রধান করে পেশাজীবী নেতাদের নিয়ে এক হাজার এক সদস্য বিশিষ্ট্য এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সাংবাদিক নেতা শওকত মাহমুদকে করা হয়েছে এ কমিটির সদস্য সচিব। কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

এমাজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ২/১ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।’



মন্তব্য চালু নেই