ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর আপিল আবেদনের শুনানি শেষে তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে তিনি এবারের সিটি নির্বাচন থেকে ছিটকে পড়েলেন। তবে তার আইনজীবী বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন- তারা উচ্চ আদালতে এ বিষয়ে আপিল করবেন।
শনিবার সন্ধ্যায় সেগুনবাগিস্থ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলের শুনানি শেষে এ রায় দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান। বিকেল ৪টার কিছু পর আপিল আবেদনের শুনানি শুরু হয়।
মেয়রপ্রার্থী মিন্টুর পক্ষে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া ও বদরুদ্দোজা বাদল।
মিন্টুর মনোনয়নপত্র গত বুধবার বাছাইকালে বাতিল হয়। এরপর তার আইনজীবীর মাধ্যমে সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল করেন তিনি।
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তার আইনজীবীদের দাবি, নির্বাচন কমিশনের ভুলের কারণেই এ সমস্যা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শুনানি শেষে রায় ঘোষণার পর মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, মনোনয়ন ফর্মে সমর্থন হিসেবে উল্লেখিত আব্দুর রাজ্জাক উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। তিনি ভোটারই নন।
নির্বাচন কমশিন বলছে, আব্দুর রাজ্জাক যে ইউনিয়নের (উত্তরা ১৩ নং সেক্টর) বাসিন্দা তা উত্তর সিটির মধ্যে পড়ে না।
আইনজীবীদের প্রশ্ন, ওই ইউনিয়ন উত্তরের মধ্যেই পড়ে কারণ তারা উত্তর সিটিতেই ট্যাক্স দেন। তাদের নাম ভোটার তালিকায় আসেনি এটা নির্বাচন কমিশনের ভুল। তাড়াহুড়া করে নির্বাচন করতে গিয়েই এ ভুল হয়েছে বলে মনে করেন মিন্টুর আইনজবীবী মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, তার মক্কেল সরকারি দল সমর্থিত হলে নির্বাচন কমিশন এ তুচ্ছ সংশোধন করে নিত। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
তার অভিযোগ, ‘আমরা বারবার কাগজপত্র ও প্রমাণ দেখানোর পরও কেন মনোনয়ন বাতিল হলো তা বলতে পারছি না।’
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘রিটার্নিং অফিসার আইন না পড়েই বিধি না জেনে মিন্টু মনোনয়পত্র বাতিল করেছেন।’
তিনি বলেন, ‘আমরা আইনি লড়াই চালিয় যাবো, উচ্চ আদালতে আপিল করবো।’
বাম মোর্চা বর্জন করলেও ভোটে থাকছেন সাকি
বাম সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক বামমোর্চা সিটি করপোরেশন নির্বাচন বর্জন করলেও মেয়র নির্বাচন থেকে সরে আসছেন না মোর্চার অন্যতম নেতা ও গণসংহতি সমিতির সমন্বয়ক জোনায়েদ সাকি।তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার সন্ধ্যায় বাম মোর্চা নির্বাচন বর্জনের ঘোষণার পর জোনায়েদ সাকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাম মোর্চায় একাধিক দল রয়েছে, কেউ এই নির্বাচনের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ বিপক্ষে মত দিয়েছেন।আমরা এই নির্বাচনের পক্ষে আছি।আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন টাকার খেলাকে উৎসাহিত করছে বলে অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় গণতান্ত্রিক বামমোর্চা। বাম মোর্চার বর্তমান সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু এই ঘোষণা দেন।
এসময় জোনায়েদ সাকির ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলা হয়, তিনি একক সিদ্ধান্তে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এটা তার ব্যাপার। মোর্চার এ ব্যাপারে কিছু বলার নেই।
আপিল করে নির্বাচনে ফিরলেন মেয়র প্রার্থী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি চলছে। শনিবার সকাল ১০টায় সেগুনবাগিস্থ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলের শুনানি শুরু হয়।
এদিকে দক্ষিণের মেয়র প্রার্থী রেজাউল করিমের আপিল আবেদেন শুনানি শেষ হয়েছে। তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত ১৬ জন কাউন্সিলরের আপিল শুনানি সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে তিনজন বৈধতা পেয়েছেন।
মনোনয়ন বাতিলের পর তিনদিন পর্যন্ত আপিল আবেদন করার সুযোগ থাকে। সে হিসাবে আজকে আপিলের শেষ দিন।
বিভাগীয় কমিশন সূত্রে জানান যায়, বিভাগীয় কমিশনার বরাবর পাঁচজন মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর শতাধিক মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন।
মনোনয়নপত্র অবৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন- বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দিন পিন্টু, রেজাউল করিম, বাবুল সরদার চাখারি ও নাঈম হাসান।
আব্দুল আউয়াল মিন্টুর আপিল আবেদনের শুনানি বিকেল ৪টা ও পিন্টুর আপিল আবেদনের শুনানি বিকেল সাড়ে ৪টায় হবে বলে বিভাগীয় কমিশন সূত্রে জানা যায়।
এছাড়া উত্তরে সাধারণ কাউন্সিলর ৪৭ ও সংরক্ষিত ২২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। দক্ষিণে সাধারণ কাউন্সিলর ১০৪ ও সংরক্ষিত ৩১ জনের মনোনয়ন বাতিল করা হয়।
মন্তব্য চালু নেই