নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি বিএনপির

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার ব্যর্থতার দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির সকল কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পছন্দের প্রার্থীদের জেতানোর জন্য নিজেরাই সন্ত্রাস চালাচ্ছে। তাই এই অকার্যকর কমিশনের দ্বায়িত্ব পালনের কোনো অধিকার নেই।’

এর আগে সকালে তিনি অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ শতাধিক কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টকে বের করে দিয়েছে সরকারি ক্যাডাররা।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এজেন্টবিহীন নির্বাচন চলছে। কেন্দ্রগুলোতে নীরব সন্ত্রাস চালাচ্ছে সরকার দলীয় কর্মীরা।’

শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে কমিশন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা সরকার দলীয় কর্মীর মতো আচরণ করছে।’



মন্তব্য চালু নেই