নির্বাচন কমিশনকে কী পরামর্শ দিলেন শামীম ওসমান
চলমান ইউপি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সমনে রেখে নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান নির্বাচন কমিশন ইসিতে এসেছেন। এসময় তিনি কমিশনার শাহ নেওয়াজ এর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩০ মিনিটে ইসিতে এসে কমিশনারের রুমে দেখা করেন।
সূত্র জানায়, সাংসদ শামীম ওসমান ইউপি নির্বাচন নিয়ে কমিশনারকে বলেন, ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে কোটি টাকার ব্যণিজ্য হচ্ছে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় নিজেদের ভিতর কন্দল চলছে।
তিনি কমিশনারকে বলেন এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশ নির্বাচনে অনিয়ম হয়েছে বর্তমান সিটি মেয়র আইভির লোকজন নির্বাচনে কেন্দ্র দখল করে সিল মেরেছে। আগামী সিটি নির্বাচনে যেন সুষ্ঠু হয় সে জন্য কমিশনকে পরামর্শ দেন। সিটি নির্বাচনে আইভি যেন কোন প্রকার অনিয়ম না করতে পারে সে জন্য সে কমিশনকে সজাগ থাকতে বলেন।
প্রসঙ্গত, ইউপি নির্বাচনের পর রকিব উদ্দীন কমিশনের শেষ নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনের পর বর্তমান কমিশনারদের মেয়াদ শেষ হবে ২০১৭ সালের প্রথম দিকে।
মন্তব্য চালু নেই