নির্বাচনে পুলিশের গুলিতে সাংবাদিক গুলিবিদ্ধ
মোঃ ফজলে আলম ভোলা: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২ টার দিকে শান্তিপূর্ন পরিবেশে সাংবাদিকরা অবস্থান করার সময় হঠাৎ করে পুলিশের গুলিতে এনটিভির ভোলার স্টাফ করসপন্ডেন্ট আফজাল হোসেন গুলি বিদ্ধ হয়। গুরুতর অব্স্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্বপালন কালে রাজাপুর কেন্দ্রে সাংবাদিকরা পুলিশের সাথে অবস্থান করছিলো। এ সময় দায়িয়ে থাকা পুলিশের কনষ্টবল জুলহাসের সটগানের গুলি সাংবাদিক আফজালের বাম পায়ে বিদ্ধ হয়। এসময় আফজাল মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে সহকর্মীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে ভোলা হাসপাতালে অস্ত্র পাচার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গুলি বের করার সময় মিস ফায়ারিং এ এ ঘটনা ঘটেছে।
মন্তব্য চালু নেই