নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ
নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় রাজধানীর দুটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থী বাছাইয়ে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনা হয়েছে।
তাছাড়া নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রেও তাদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
একই সঙ্গে ২০ দলীয় জোটের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সিটি নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জোটভুক্ত সব দলের কার্যালয় অবিলম্বে খুলে দিয়ে নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একপেশে আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, সিটি নির্বাচনের আর মাত্র ২৬ দিন বাকি থাকলেও বিএনপির প্রার্থীরা সেভাবে প্রচারণা এখনো শুরু করেনি। এছাড়া ঢাকায় দু’জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় নতুন জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় তারা আদৌ নির্বাচনে যাবে কি না তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
মন্তব্য চালু নেই