নির্বাচনী আচরণবিধি ভাঙলেন এরশাদ
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় জনপ্রতিনিধিদের নির্বাচনী কার্যক্রমে প্রচারণা চালানো নিষেধ। তিন সিটি নির্বাচন সামনে রেখে বেশ আগে থেকে হুঁশিয়ারি ছিল নির্বাচন কমিশনের। এবার সে নিয়ম ভাঙলেন খোদ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই। জাপার কর্মী সমাবেশে সরাসরিই চালালেন নির্বাচনী প্রচারণা।
বুধবার বিকালে রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে কদমতলী ও শ্যামপুর এলাকার জাপা কর্মীদের সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের কাছে ভোট চান প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।
সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের প্রার্থীকে নির্বাচিত দেখতে চাই। আর আপনারা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন। আমি আপনাদের জন্য অনেক কিছু করেছি। আর একবার আমাদের সেবা করার সুযোগ দিন।’
অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে প্রতিটি প্রকল্পের কাজ সমাপ্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার নাম ভিত্তিপ্রস্তর থেকে যতই মুছে ফেলা হোক না কেন, মানুষের হৃদয়ে যে নাম লেখা হয়ে গেছে তা মুছে ফেলা যাবে না।’
দুই নেত্রী গণতন্ত্রকে বিকৃত করেছেন মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আজ আমরা গণতন্ত্রের ঘৃণিত রুপ দেখছি। মানুষ মনে প্রাণে পরিবর্তন চায়। এই দুই দল থেকে মুক্তি চায়।’
জাপা উত্তরের আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- দলটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন, কদম থানার জাপা সভাপতি কাওসার আহমেদ, জাপা নেতা ইব্রাহীম মোল্লা ও সাইফুদ্দিন বাবু প্রমুখ।
মন্তব্য চালু নেই