নিরাপত্তা রক্ষী নিয়ে মাঠে সুধীর

ভারতের সমর্থক ও শচীন টেন্ডুলকারের ভক্ত সুধীর গৌতম আজও যথারীতি মাঠে হাজির হয়েছেন। তবে আজকের দিনটি ছিল অন্য যেকোনো দিন খেলার দেখার অভিজ্ঞতার চেয়ে ভিন্ন। কারণ, আজ তিনি ভিআইপি মর্যাদা নিয়ে মাঠে প্রবেশ করেছেন। তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে নিরাপত্তা কর্মী।

ভারতের এই সুপার ফ্যানের উপর হামলা হয়েছে বলে মুখোরোচক খবর প্রকাশ করে ভারতের বিভিন্ন মিডিয়া। সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে এবং সুধীর গৌতমকে ভিআইপি মর্যাদা দেয়।

বুধবার ভারতের অনুশীলন দেখার সময় তার সঙ্গে দুজন নিরাপত্তা কর্মী ছিলেন। আজও মাঠে রয়েছেন নিরাপত্তা কর্মীরা।

গতকাল সুধীর উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘ওই ঘটনার পর পুলিশ আমার কাছে এসেছিল। আমি কারো বিরুদ্ধে মামলা করতে চাই কিনা জানতে চেয়েছে। আমি তাদের জানিয়ে দিয়েছে যে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে চাই না। বিষয়টি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তারা আমার জন্য নিরপাত্তা কর্মী নিয়োগ দিয়েছে। দুজন কর্মীকে ভারতের অনুশীলন দেখার সময় আমার সঙ্গে ছিল। তারা আমাকে হোটেলে পৌঁছেও দিয়েছে। তৃতীয় ওয়ানডে ম্যাচের দিন আমার সঙ্গে চারজন নিরাপত্তা রক্ষী থাকবেন।’

তথ্যসূত্র : ক্রিকইনফো



মন্তব্য চালু নেই