নিরাপত্তার ঘেরাটোপে আইপিএল ফাইনাল

আইপিএল নাইনের ফাইনাল ম্যাচ ঘিরে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত পুলিশ, সশস্ত্র বাহিনীর রিজার্ভ ফোর্স, সিসিটিভি ও দমকল বাহিনীসহ আনুষাঙ্গিক সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল।

স্টেডিয়ামের চারপাশে এক হাজারের বেশি পুলিশ সদস্য ও ১২০টি সিসিটিভি লাগানো হয়েছে। অন্তর্ঘাতমূলক যেকোন কর্মকাণ্ড আগেভাগেই নস্যাৎ করে দেওয়ার জন্য একটি কমান্ডো সিকিউরিটি ফোর্স মোতায়েন আছে। নজরদারির পাশাপাশি যানবাহনও তল্লাশি করছে তারা।

স্টেডিয়ামের চারপাশ ঘিরে এর মধ্যেই রাস্তায় রাস্তায় টহল বাড়ানাে হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও মাঠের চারপাশে সাদা পােশাকের পুলিশ মোতয়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর কর্মী ও সশস্ত্র রিজার্ভ সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই