‘নিরপেক্ষ সরকারের রূপরেখা আগামী সপ্তাহে’

আগামী সপ্তাহে বিকল্পধারা বাংলাদেশ নিরপেক্ষ সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

আলোচনা সভায় অংশ নিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমরাও শক্তিশালী ইসি চাই। কিন্তু সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) চেয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বেশি দরকার।’

তিনি বলেন, ‘অতীতে দেখা গেছে, নিরপেক্ষ সরকার থাকলে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হয়। সেজন্য আগে দরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশন নয়। তাই বিকল্পধারা আগামী সপ্তাহে নির্বাচনকালীন সময়ের নিরপেক্ষ সরকারের একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরবে।’

ইসি গঠনের ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিলেও তা চর্চার তেমন কোনো সুযোগ নেই দাবি করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতি কিংবা পরামর্শ ছাড়া প্রেসিডেন্ট কোনো কাজ করতে পারবেন না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সরকার ও দেশের মধ্যে একমাত্র শক্তিশালী ব্যক্তি। সুতরাং প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়ালগ (আলোচনা) করতে হবে। তাই আন্দোলন হওয়া উচিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দীন আহমদ, আয়োজক সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই