নিন্দনীয় নরহত্যার জন্য বুকিং হয় জলাশয়
ন্নড় ছবির শুটিং করতে গিয়ে জলাশয়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হযেছে দুই স্টান্ট অভিনেতার। সোমবার বেঙ্গালুরুর রামানগর জেলায় কন্নড় ছবির ‘মাস্থিগুডি’র একটি দৃশ্য হেলিকাপ্টার থেকে ঝাঁপ দেয়ার শুটিং চলাকালীন মারা যায় অনিল ও উদয়।
বেঙ্গালুরু ওয়াটার বোর্ডের দাবি, ছবির প্রযোজক, পরিচালক ও স্টান্ট পরিচালক অভিনেতা ও স্টান্টদের আত্মরক্ষার জন্য কোন সঠিক ব্যবস্থা ছাড়াই ‘টিপ্পাগন্ডানাহালি’ জলাশয় বুকিং করেছিল। সঠিক ব্যবস্থা রাখলে এই মর্মান্তিক দুর্ঘটনা হত না।
স্থানীয় পুলিশ জানায়, শুটিং চলাকালীন তিন অভিনেতার সঙ্গে লাইফ জ্যাকেট ছিল না। পাশাপাশি দুই অভিনেতা ভাল সাঁতার জানতো না। প্রযোজক,পরিচালক, স্টান্ট পরিচালকের ইচ্ছাকৃত ভুলে এই দুর্ঘটনা হয়েছে দাবি কানাড়া কলাকুশলী মহলে। এখন পর্যন্ত অনিল ও উদয়ের দেহ জলাশয় থেকে উদ্ধার করা যায়নি।-আজকাল
মন্তব্য চালু নেই