নিজ নিরাপত্তায় চাপাতি নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যুবলীগ কর্মী!

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে চাপাতিসহ আটক হন শাহ আলম (২২)। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি চাপাতি নিয়ে এসেছিলেন।
মঙ্গলবাল এ কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী।
তিনি জানান, শাহ আলম জানিয়েছেন তার বাড়ি রূপগঞ্জ। তিনি স্থানীয় যুবলীগের সঙ্গে যুক্ত। সমাবেশে রূপগঞ্জ যুবলীগের লোকজনও এসেছিল। সংগঠনের অন্য গ্রুপের লোকেরা আক্রমণ করতে পারে এই আশঙ্কায় তিনি নিজের নিরাপত্তার স্বার্থে চাপাতি নিয়ে এসেছিলেন। এছাড়া রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। মামলার বিষয়টি রূপগঞ্জ থানার ওসি নিশ্চিত করেছেন বলে জানান শাহবাগ থানার ওসি আবু বকর।
তিনি আরো জানান, বুধবার শাহ আলমকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

































মন্তব্য চালু নেই