নিজ নিজ এলাকায় জনগণের আস্থার পাত্র হয়ে রাজনীতি করুন- ড. কামাল হোসাইন

বাংলাদেশের সংবিধান প্রণেতা, বিশিষ্ট আইনবিদ ও গণফোরামের চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেছেন, নিজনিজ এলাকায় জনগণের আস্থার পাত্র হয়ে রাজনীতি করুন। তরুনেরাই দেশ গড়ে। তরুনরাই দেশের ক্রান্তিলগ্নে হাল ধরে। দেশের এমন সংঘাতময় মুহুর্তে তরুন ও উদিয়মান রাজনীতিকদের এগিয়ে আসতে হবে। তাই দেশের মানুষের অধিকার আদায়ে দরকার একটি জনমুখী ও গণমুখী পরিকল্পনা। আর একটি সঠিক পরিকল্পনাই এনে দিতে পারে জনগনের জন্য একটি আদর্শ কল্যাণরাষ্ট্র।
তিনি আজ বিকেল ৫ টায় মতিঝিল মেট্রোপলিটন ভবনের নিজ কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি’র চেয়ারম্যান আবদুল্রাহ জিয়া এবং বাংলাদেশ ইনসাফ পার্টি’র চেয়ারম্যান শহীদ চৌধুরীর সাথে আলাপকালে এসব কথা বলেন। দেশের এমন এক সংঘাতময় মুহুর্তে আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে মধ্যবর্তী নির্বাচনের জন্য কোন চাপ সরকারের উপর আনবেন কিনা এনএলপি চেয়ারম্যানের এমন প্রশ্নে জবাবে এই সংবিধান বিশেষজ্ঞ আরো বলেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান, বিকল্পধারা’র সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আ.স.ম আবদুর রবসহ আমার গণফোরাম এবং আপনাদের ন্যায় বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা একই প্লাটফর্ম-এ এনে জাতীয় ঐক্যের কাজটি ত্বরান্বিত করতে কাজ করে চলেছি। মূখ্য ভূমিকায় নাগরিক ঐক্য কাজ করছে। অচিরেই একটি বড় কর্মসূচীর মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমি নিজে সম্পৃক্ত হব। আমি নুর হোসেনের পাশে দাড়িয়ে ছিলাম। গুলি আমার গায়েও লাগতে পারত। অথচ লাগেনি। আমি সবসময় সংগ্রামী। সংগ্রাম করার মধ্যদিয়েই বেঁচে আছি। জাতীর প্রয়োজনে যদি আমার প্রাণটি দেয়া লাগে আমি তাতেও প্রস্তুত। আপনারা দেশের মানুষের জন্যে কাজ করার জন্য জনগণকে সম্পৃক্ত করেন আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

বৈঠকে এনএলপি’র ছাত্র বিষয়ক সম্পাদক দেওয়ান সোহাগ এবং ইনসাফ পার্টির মহাসচিব মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই