নিজের মৃত্যুর খবরে হেসে ওঠলেন ফরিদা
ক’দিন আগে বলিউডের শাহেন শাহ খ্যাত তারকা অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে গিয়েছিল চারদিকে। আর এবার ইন্টারনেটের মাধ্যমে পুরো ভারতে মুহূর্তেই ছড়িয়ে গেল জনপ্রিয় অভিনেত্রী ফরিদা জালালের ভুয়া মৃত্যু সংবাদ!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফরিদা জালাল নেই, এমন খবরে মুহূর্তেই সাড়া পরে যায় চারদিকে। সোশাল সাইটের মাধ্যমে খবরটি দ্রুতই ভারতসহ পুরো বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়। অথচ নিজের মৃত্যু সংবাদ শুনে দিব্যি হেসে ওঠেন ফরিদা।
দিব্যি জীবিতজনকে মেরে ফেলায় মানুষের প্রতি কিছুটা বিরক্ত ফরিদা জালাল। তবে প্রথমে নাকি নিজের মৃত্যুর খবরে হেসে ওঠেছিলেন তিনি। গণমাধ্যমকে ফরিদা জানান, আমি খুবই সুস্থ আছি। ভালো আছি। জানি না কোথা থেকে এই ভিত্তিহীন গুজবটি ছড়িয়ে পড়ল। নিজের মৃত্যুর খবর শুনে প্রথমে তো আমি খুব হেসেছিলাম।
যারা এসব ভিত্তিহীন কথা ছড়ায়, মানুষকে বিভ্রান্ত করে তাদের উদ্দেশে প্রবীণ এই অভিনেত্রী বলেন, অসংখ্য মানুষ ফোন করে আমাকে আমার মৃত্যুর খবর জিজ্ঞেস করছে। এটা খুবই বিব্রতকর একটা বিষয়। বিরক্ত লাগছে খুব। মানুষ এমন গুজব ছড়ায় কী করে, কোনো কাণ্ডজ্ঞান নেই কারো!
মন্তব্য চালু নেই