নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান
সালমান খানের বিয়ে নিয়ে এখন জোর চর্চা সংবাদমাধ্যমে। উত্তেজনা বাড়ছে ফ্যানেদের মধ্যেও। সালমান কিন্তু এতদিন স্পিকটি নট ছিলেন। তবে বিষয়টি নিয়ে এত কথা হচ্ছে যে সালমান আর চুপ থাকতে পারলেন না। বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন।
তবে এমনি এমনি সালমান বিষয়টি নিয়ে কথা বলেননি। তাঁর বিয়ে নিয়ে এক সাংবাদিক সোহেল খানকে জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে সোহেল সেই সাংবাদিককে হেনস্তা করেন বলে অভিযোগ। তারপরই বিষয়টি নিজের হাতে তুলে নেন সালমান। জানান, বিয়ে যখন করবেন, তিনি নিজেই সবাইকে জানাবেন। টুইটার ও ফেসবুকে বিয়ে নিয়ে পোস্ট দেবেন তিনি।
সেই সঙ্গে সোহেলের খারাপ ব্যবহারেরও একটি জুতসই উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, যদি রাত বারোটার সময় তাঁর বাবা সেলিম খানকে জিজ্ঞাসা করা হয়, ছেলে বিয়ে করবে কিনা, তাহলে উত্তেজিত হয়ে পড়া স্বাভাবিক। ৮০ বছর বয়স তাঁর। সেলিম খানের সঙ্গে সোহেল খান ছিলেন। বাবাকে ওই প্রশ্ন করায় তাই তিনি সাংবাদিককে উলটে উত্তর দিয়েছিলেন। খারাপ ব্যবহার নাকি তিনি করেননি।
মন্তব্য চালু নেই