নিজের বিয়ে ঠেকাতে অভিনব কায়দায় পুলিশের কাছে বাবাকে ধরিয়ে দিলো মেয়ে
কেন বিয়ে দেবে বাবা? কম বয়সে বিয়েতে বাধ্য করার জন্য বাবার বিরুদ্ধে পুলিশ ডেকে নিয়ে আসে এক বালিকা। সৌদি আরবের দক্ষিণ জুজান প্রদেশে এ ঘটনা ঘটে। ১৭ বছরের এ তরুণীকে তার বাবা-মা মদিনার প্রায় শতবর্ষী বয়সি এক পুরুষের সাথে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তাতে রাজি হয়নি বালিকাটি। পরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুলিশ নিয়ে আসে ঐ বালিকা। বিয়েতে তার আপত্তি থাকায় কোর্টও এ বিয়ের বৈধতা বাতিল করে দেন।
মদিনায় বসবাসরত যে লোকের সাথে এই ১৭ বছরের বালিকার বিয়ের কথা ছিল তার বয়সের সাথে বালিকার বয়সের পার্থক্য ৯০ বছর। মূলত টাকার লোভেই তরুণীর পরিবার তার বিয়ে দিতে চেয়েছিলেন। এ বালিকাকে পাত্রস্ত করার জন্য তার বাবা – মা ঐ ব্যক্তির কাছ থেকে ১০ হাজার ৭’শ ৬৭ পাউন্ড নিয়েছেন।
মন্তব্য চালু নেই