‘নিজের বিয়ের গুজব শুনতে ভালোই লাগে’
গত কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে ভারতীয় অভিনেতা সালমান খানের বাগদানের খবর। এবার সালমান বললেন, নিজের বিয়ের গুজব শুনতে ভালোবাসেন তিনি।
পিঙ্কভিলা বলছে, রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে সালমানের বাগদানের খবর যখন প্রকাশিত হয়, তখন সালমান ঘুমাচ্ছিলেন।
সালমান বলেন, আমার খুবই ভালো লেগেছিল বাগদানের গুজব শুনে। যখন গুজবটি ছড়ায়, তখন এক সাংবাদিক আমার বাবাকে ফোন করে শুভেচ্ছা জানান। বাবা তাকে বলেন, আমার মনে হয় না সালমানের আংটি বদল হয়েছে, ওতো ঘুমাচ্ছে।’’
গুজবের সূত্রপাত কিভাবে হল, তাও বুঝিয়ে বলেন সালমান।
এই খবরটি ছড়িয়ে পড়ে যখন বিদেশি গণমাধ্যমে লুলিয়া নামের আরেক অভিনেত্রীর আঙুলে আংটি দেখা যায়। সেই লুলিয়া আবার লুলিয়া ভ্যান্টুরের বান্ধবী। কিছুদিনের জন্য ভ্যান্টুরকে আংটিটি পড়তেও দিয়েছিলেন তার মিতা। তখনই গুজব রটে, হয়তো ভ্যান্টুরেরও বাগদান হয়েছে। আর এই খবরটি লুফে নেয় ভারতীয় গণমাধ্যম।
তিনি আরও বলেন, আমিও খবরটি যে গুজব তা প্রমাণ করতে তেমন কোনো চেষ্টা করিনি, এমন গুজবে আমার কি আসে যায়?
নিজের বিয়ের প্রসঙ্গটি বরাবরই হেসে উড়িয়ে দিয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। একবার তিনি বলেছিলেন, বিয়ে এখন আর সারাজীবনের বন্ধন নয়। সময় পাল্টেছে, এখন বিয়ে একটি অস্থায়ী সম্পর্কে পরিণত হয়েছে।
মন্তব্য চালু নেই