নিজের ‘পিয়া’কে নিয়ে কী বলছেন কঙ্গনা?

‘রঙ্গুন’ শব্দটা দিয়ে যদি আপনাকে কেউ গান গাইতে বলে, তবে ঠিক কোন গানের কলি নিয়ে ভাববেন আপনি? রঙ্গুন নিয়ে সেই বিখ্যাত গানটির কথা জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়াও বেশ মুশকিল৷ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন গানের কথা বলা হচ্ছে? ‘মেরে পিয়া গ্যায়ে রঙ্গুন’-ই সেই বিখ্যাত গান৷

আর পরিচালক বিশাল ভারদ্বাজও নিজের ছবি ‘রেঙ্গুন’-এ ব্যবহার করলেন সেই ভিন্টেজ গান৷

কিন্তু গানটিকে খানিক অন্য ধাঁচে ছবিতে ব্যবহার করলেন পরিচালক৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি এই ছবিতে গানটির কথা পাল্টে দেয়া হয়েছে৷ পুরনো সুরে তাল মিলিয়ে গুলজার লিখেছেন, ‘মেরে মিঁয়া গ্যায়ে ইংল্যান্ড’…

গানটির দৃশ্যায়নে প্রায় বেশিরভাগটা জুড়েই রয়েছেন ছবির মিস জুলিয়া ওরফে কঙ্গনা রানাউত৷ গানের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কেমন করে ধীরে ধীরে গড়ে উঠছে কঙ্গনা এবং শাহিদের সম্পর্ক।-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই