নিজের নতুন সিদ্ধান্তের কথা জানালেন মাহী

এখন থেকে পারিশ্রমিক ও গল্প পছন্দ হলে যেকোনো ছবিতে কাজ করবেন মাহিয়া মাহী। এত দিন শুধু জাজ মাল্টিমিডিয়ার ছবিতে অভিনয় করলেও এবার নতুন সিদ্ধান্ত জানালেন তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। প্রথম ছবির নামও ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ‘পাষাণ’ নামের ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।

মাহী বলেন, ‘প্রযোজক কে, কিংবা কোন প্রোডাকশন হাউসের ছবি, সেসব নিয়ে ভাবছি না। এখন থেকে গল্প, চরিত্র, ছবির বাজেট আর পারিশ্রমিক বিচার করেই সিদ্ধান্ত নিতে চাই। এরই মধ্যে আরো কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে আরো অন্তত পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হব। আমার আত্মবিশ্বাস আছে। দর্শকরা বরাবরের মতোই আমার কাছ থেকে ভালো ছবি উপহার পাবেন।’

মাহী অভিনীত শেষ ছবি মুক্তি পায় এ বছরের শুরুতে। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ নামের ছবিটিতে মাহীর বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ। আসছে ঈদে মাহী অভিনীত ‘অগ্নি ২’ ছবিটি মুক্তি পাবে। যৌথ প্রযোজনার এই ছবিতে মাহীর বিপরীতে আছেন কলকাতার ওম।



মন্তব্য চালু নেই