নিজের নগ্ন ছবি বিক্রি করে ‘শিশু পর্ন’ আইনে গ্রেফতার কিশোরীই

অনলাইনে নিজের নগ্ন ছবি বিক্রি করেছিল মিশিগানের এক কিশোরী। পুলিশ জেনেছে, বছর পনেরোর ওই কিশোরী ধরা পড়ার আগে হাজার ডলারেরও বেশি আয় করে ফেলেছিল। একটি ওয়েব অ্যাপের মাধ্যমে অন্তত কুড়িটি লেনদেন করেছে সে। ছদ্মনাম নিয়েছিল ‘‘ইয়োর ফেভারিট বানবান’’।

নিজের ছবি দিয়ে ‘‘সেলিং স্টাফ’’ লিখে বিজ্ঞাপন দিত ওই কিশোরী। পুরুষরা যোগাযোগ করলে বলে দিত, অর্থের বিনিময়ে নগ্ন ছবি এবং ভিডিও পাঠাবে সে। পাঠাত ভিডিও ক্লিপিংসও। ইন্টারনেটের মাধ্যমে চলে আসত অর্থ। তবে কোথাও এই কিশোরী নিজের মুখ দেখাত না।

তবে শেষ পর্যন্ত মায়ের থেকে আড়ালে রাখতে পারেনি নিজের কীর্তি। মায়ের কাছে কোনওভাবে চলে আসে মেয়ের কাজকর্মের খবর। মেয়েকে সঠিক পথে আনতে তিনি পুলিশের দ্বারস্থ হন।

এতে হিতে বিপরীত হয়ে যায়। ছবি এবং ভিডিও বিক্রি ‘শিশু-পর্ন’ আইনের আওতায় অপরাধ। আর সেই অপরাধে গ্রেফতার করা হয় কিশোরীকেই।



মন্তব্য চালু নেই