নিজের ডানার আগুন নিজেই নেভাবে বিমান !
বিমানে আগুন লাগলে তা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটাের সম্ভাবনা থাকে। কিন্তু বিমানের ডানায় এখন আগুন লাগলে এখন আর চিন্তা নেই। বিমান ঠিক আগের মতই উড়তে পারবে। এমন কথা শুনে এটাকে অনেকে কল্পনা বা মন গড়া কাহিনী মনে করতে পারে। কিন্তু এটা কোন কল্পনা নয় এ এক জলজ্যান্ত আবিষ্কার।
রোববার লন্ডনের গবেষকরা এমনই এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন। এর ফলে বিমানের ডানায় থাকবে সেলফ হিলিং টেকনোলজি। এই টেকনোলজির ফলে ডানায় আগুন লেগে গেলেও বিমানের চালকের হাতে থাকবে এমন এক সুইচ যা সহজেই আগুন নেভাতে সাহায্য করবে। অনেকটা নেল পলিশের সঙ্গে তুলনা করা হচ্ছে এই নতুন টেকনোলোজিকে। আগুন লেগে গেলেও তা মিলিয়ে যাবে নিমেষে। কয়েকদিনের মধ্যেই বিমানে এর ব্যবহার শুরু হবে।
সূত্র: কলকাতা24×7
মন্তব্য চালু নেই