নিজের কুৎসিত ছবি ভাইরাল, লজ্জায় আত্মহত্যা সুন্দরী তরুণীর!
কত অদ্ভুত ঘটনাই না ঘটছে এ দুনিয়ায়। সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে লাইক পেতে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। কিন্তু কখনো কি শুনেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কুৎসিত ছবি ভাইরাল হওয়ায় আত্মহত্যা করেছেন?
হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনের ওয়েস্ট মিডিল্যান্ডে। নিজের কুৎসিত ছবি ভাইরাল হওয়ায় আত্মহত্যা করেছেন ১৬ বছরের সুন্দরী তরুণী ফোবে কনপ।
ফোবে অনলাইনে এক এশিয়ান ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তারা সামনাসামনি কেউ কাউকে দেখেননি।
দু’জনে মিলে ঠিক করেন, ওদের সম্পর্কের কথাটা বাড়িতে জানাবে। কনপ দুষ্টুমি করে নিজের একটা ছবি ইনস্টাগ্রামে চ্যাট করার সময় ফ্রেন্ডদের পাঠান। ছবিটা ফটোশপের মাধ্যমে করা, সেখানে তার গায়ের রঙ কালো লাগছিল।
ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি দেখতে এমন হলে আমার বয়ফ্রেন্ডের বাবা-মা মেনে নেবে?
ফ্রেন্ডদের কেউ একজন কনপের সেই ফটোশপ করা ছবিটা প্রকাশ্যে আনে। তাতেই ঘটে বিপত্তি। ছবিটা ভাইরাল হয়ে যাওয়ায় লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কনপ!
নিজের এমন বিশ্রী ছবি সবাই দেখে ফেলায় লজ্জায় তার বন্ধু আত্মহত্যা করে বলে জানান কনপের সেই বান্ধবী।
কনপের বাবা লরেন্স কনপ বলেন, ‘আমার মেয়ে সব সময় হাসিখুশি থাকত। দেখে বুঝতেই পারিনি যে, সে কী যন্ত্রণার মধ্যে আছে। ওকে নিয়ে আমার বাইরে ঘুরতে বেরোনের কথা ছিল। কিন্তু বাড়িতে ফিরেই দেখি ও আর বেঁচে নেই।’ সূত্র : ডেইলি মেইল
মন্তব্য চালু নেই