নিজের কবর নিজেই খুঁড়লেন ৯০ বছর বয়সী বৃদ্ধ

বৃহস্পতিবারই কেবল ৯০ বছর বয়স হলো জিমি কিকহ্যামের। কানাডা জুড়ে নিজের কবর খুঁড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। মি: কিকহ্যাম বলছেন, “শুরুতে গেলাম পুরোহিতের কাছে। তারপর গেলাম যারা মরদেহ সৎকার করেন তাদের কাছে। এরপর কবরের মাপজোক হলো”

এর পর নিজেই শুরু করে দিলেন কবর খোঁড়ার কাজ। এলাকার গির্জার ব্যবস্থাপক বলছেন, এমন কাণ্ড তিনি জীবনে কখনো দেখেননি। কিন্তু মি: কিকহ্যামরে কাছে আরো আনন্দের বিষয় হলো তার নাতিরা যখন এসে জানবেন বিষয়টা। তবে তার ব্যবসাই ছিলো কবর খোঁড়া। ৬০ বছর ধরে তিনি কবর খুঁড়ছেন।

হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন এত কবর খুঁড়েছেন জীবনে এখন নিজেরটাও তিনি নিজেই খুঁড়বেন। পরিবারের সদস্যদের যখন কথাটা বললেন তারা বিষয়টাতে বাধ সাধলেন। শেষমেশ সবাইকে রাজি করাতে পেরেছেন। তবে কবরটা তেমন খালিই পড়ে আছে। আর সুস্থভাবে হেঁটে জীবনকে এখনো উপভোগ করছেন জিমি কিকহ্যাম। বিবিসি



মন্তব্য চালু নেই