নিজের অভিনয় নিয়ে যা বললেন জনি ডেপ

‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ মানেই যেন ভিন্ন কিছু। তাইতো মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন এক একটা ছবিতে তার বৈচিত্র্যময় অভিনয় দিয়ে। যার অভিনয় দিয়েই এতো জনপ্রিয়, তারই নাকি নিজের অভিনয় পছন্দ নয়। অভিনয় নিয়ে এমনটাই মন্তব্য এই তারকার।

সম্প্রতি ফিমেল ফার্স্ট পত্রিকার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা। সেখানে তিনি বলেছেন, ‘নিজের অভিনয় নাকি তার অপছন্দ, দু চোখে দেখতে পারেন না’।

শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে, ‘ছবিতে অভিনয়ের সময় তিনি শুধু সংলাপের ওপরই জোর দেন’।

যিনি এতো বৈচিত্র্যময় চরিত্র করে মন কেড়েছেন সবার, তিনিই বলছেন শুধু সংলাপেই জোর দেন। এই কথাটা আসলে একটু বিশ্বাস করা কঠিন হয়ে পরবে বলে মনে হচ্ছে তার ভক্তদের কাছে।



মন্তব্য চালু নেই