নিজেদের মাটিতে লজ্জাজনক হারের পর যা বললেন ধোনি

জয়ের রথে থাকার পর এবার নিজেদের মাটিতে লজ্জাজনক ভাবে হেরেছে ভারতীয় দল। নিজের শহরে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে হতাশ হলেন মহেন্দ্র সিং ধোনি৷

বুধবার রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে চতুর্থ ওয়ান ডে-তে ১৯ রানে হেরেছে ভারত৷ ২৬০ রান তাড়া করে ২৪১ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস৷ কিউই বোলিংয়ের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার মিডল-অর্ডার৷ ম্যাচ হেরেও সতীর্থদের পাশে দাঁড়াছেন ভারত অধিনায়ক৷

তরুণদের জোর করে কিছু চাপিয়ে দেয়ার নয়৷ পাঁচ ও ছ’ নম্বরে যারা ব্যাটিং করছিল তারা নতুন৷ ক্রিকেট এখন অনেক পাল্টে গিয়েছে৷ সবাই বিগ শট মারতে চাই৷ কিন্তু সবাই সেটা পারে না৷ কিন্তু কাউকে মারা থেকে বিরত থাকার কথা বলা যাবে না৷
তাহলে তারে খেলার স্বাভাকি ছন্দ নষ্ট হয়ে যায়৷ কিন্তু প্রত্যাককেই তাদের স্বাভাবিক খেলাটা খেলা উচিত৷ নিজের সাধ্যের মধ্যে যেমন খেলবে, তেমনই খেলতে দেয়া উচিত৷ ১৫-২০টি ম্যাচ খেললেই অভিজ্ঞতা অর্জন করবে৷’

বুধবার ভারতে ১৯ রানে হারিয়ে পাঁচ ওয়ান ডে সিরিজে সমতা (২-২) ফিরিয়েছে নিউজিল্যান্ড৷ সিরিজের শেষ ম্যাচ শনিবার ভাইজ্যাকে৷ তবে বৃষ্টির কারণে তা হতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।



মন্তব্য চালু নেই