নিজেকে ‘সিঙ্গেল’ বললেন আদিত্য রায় কাপুর

বলিউডের এ প্রজন্মের নায়িকা শ্রদ্ধা কাপুরের সাথে হিন্দী সিনেমার নতুন ক্রেজ ‘আশিকি ২’খ্যাত আদিত্য রায় কাপুরের নাম বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। ছবিপাড়ায় গুঞ্জন তারা দুজনে একে অপরের সাথে চুটিয়ে প্রেম করছেন। তবে জানা গেল ব্যপারটি নেহায়েত গুজব। আদিত্য সম্প্রতি নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করলেন।

আদিত্য জানালেন, এই মুহূর্তে তিনি একা আছে, কারো সঙ্গে তার সম্পর্ক নেই। কারণ তিনি মনে করেন ‘একা থাকা খারাপ কিছু না’।

তিনি বলেন, যখন তিনি কোন সম্পর্কের জন্য নিজেকে প্রস্তুত ভাববেন, তখনই এতে জড়াবেন। তার আগ পর্যন্ত ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এই অভিনেতা।

কদি আগে শোনা গিয়েছিলো আদিত্য শ্রদ্ধার জন্য হীরের আংটি কিনেছে। যদিও এই খবর পেয়ে নাকি যথেষ্ট মজা পেয়েছেন আদিত্য।

এই অভিনেতাকে অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ ছবিতে প্রথমবারের মতো ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে। আগামী বছরের মুক্তির তালিকায় আছে ছবিটি।



মন্তব্য চালু নেই