নিজেকে বদলে নিচ্ছেন হ্যাপি
গত কয়েক মাস ধরেই ক্রিকেটার রুবেলকে ঘিরে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এসব থেকে সরে এসে নিজেকে বদলে নিতে চাইছেন হ্যাপি। বর্তমানে তিনি মনোনিবেশ করেছেন ক্যারিয়ারে।
গতকাল রাতে এ বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন হ্যাপি। সেখানে লিখেছেন, ‘কি যেন নেই? কি যেন নেই??? মাঝে মাঝে সব ফাঁকা ফাঁতা লাগে….ব্যাপার না!! এটাই জীবন…আমি সবকিছু মেনে নিয়েছি…মানতে শিখে গেছি…নিজেকে অনেক ভালোবাসি এখন…..’
এদিকে একটি গানের মডেল হয়ে কাজ করতে যাচ্ছেন হ্যাপি। তরুণ সংগীতশিল্পী ফাহিমের গানটির শিরোনাম ‘জানি তুমি আসবে ফিরে’। গানটি ফাহিমের তৃতীয় একক ‘বলছি তোমায়’ অ্যালবামে বাজারে আসছে। দ্বৈত এ গানে ফাহিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণা।
সম্প্রতি ভিডিওটির শুটিং উপলক্ষে একটি ফটোশুটে অংশ নেন দুজন। পাশাপাশি তিনি অভিনয়েও ব্যস্ত হয়ে উঠছেন। হ্যাপির নতুন পথচলায় শুভকামনা..
মন্তব্য চালু নেই