নিজেকে ফিরে পেতে প্রস্তুত রোনালদো

বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু সেই মঞ্চে নিজেকে তুলে ধরতে ব্যর্থ ছিলেন রোনালদো। এবার তার সেই ব্যর্থতা ঘোচানোর লড়াই। আর এই লড়াইয়ে বরাবরের মত জয় পাবেন তিনি। এমনটাই চেষ্টা থাকবে সিআর সেভেনের।

গত মৌসুমে দুর্দান্ত রোনালদো রিয়ালকে জিতিয়েছেন কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্সি লিগ। আবারও নতুন মৌসুমের সামনে এসে বিশ্বকাপ ব্যর্থতা ঢেকে স্বরূপে ফিরতে উদগ্রীব গত বছরের ব্যবন ডি’আর জয়ী এই তারকা।

এ বিষয়ে রোনালদো বলেন, ‘প্রতিবারের মতো এবারো আমি আসার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার চোট ভাল হয়ে গেছে। আমি সুস্থ বোধ করছি। আর আমি সঠিক লক্ষ্যেই আছি।’ আগামী মাসেই শুরু হচ্ছে লা লিগা। সেই মঞ্চে বিশ্বকাপের ব্যর্থ তা ভুলে আবারও স্সেবরূপে ফিরতেই তার এমন প্রস্তুতি। তিনি জানান আরও অন্তত পাঁচ ছয় বছর খেলতে চান ক্লাব ফুটবলে



মন্তব্য চালু নেই