নিজেকে নির্দোষ দাবি করলেন সালমান

গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার মামলার পর এবার হরিণ শিকার মামলাতেও নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বলিউড সুপারস্টার সালমান খান। উল্টো বন কর্মকর্তাদের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ এনেছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে গিয়ে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে তিনি নির্দোষ দাবি করে বলেন, আমাকে বন কর্মকর্তারা মিথ্য মামলায় ফাঁসিয়েছেন। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ এপ্রিল ধার্য দিন করেন।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের অক্টোবর মাসে রাজস্থানের কঙ্কানি গ্রামে শ্যুটিংয়ের ফাঁকে সেখানে হরিণ মারার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। একই অভিযোগে অভিযুক্ত হন অভিনেত্রী সোনালী বেন্দ্রে এবং নীলম। বন দফতরের দাবি, যে অস্ত্র দিয়ে সালমান হরিণ শিকার করেছিলেন তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।



মন্তব্য চালু নেই