নিজেকে ‘ধর্ষিতা নারী’ বললেন সালমান
নিজেকে ‘ধর্ষিতা নারী’ বলে সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা অভিনেতা সালমান খান। এ জন্য এ তারকাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেন (এনসিডাব্লিউ)।
এনসিডাব্লিউ চিফ ললিতা কুমারামাঙ্গালাম ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘তার যে পরিমাণ নারী ভক্ত রয়েছে তাতে করে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন না। সালমানের ক্ষমা চাওয়া উচিৎ।’
এ ছাড়া এনসিডাব্লিউ সদস্য রঞ্জনা কুমারি সাংবাদিক সম্মেলনে একটি বিবৃতিতে এমন মন্তব্য করায় এ অভিনেতাকে ক্ষমা চাইতে হবে বলে জানান।
বিজেপি নেতা শাইনা এনসি সালমানের ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেন, সালমান নারীদের সম্মান করেন। ধর্ষণ এমন একটি বিষয় যা নারীদের আত্ম মর্যাদাবোধ ধ্বংস করে দেয়। যেহেতু সালমান নারীদের সম্মান করেন তাই তার এমন মন্তব্য করার জন্য ক্ষমা চাওয়া উচিত।’
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের কাছে সুলতান সিনেমার শুটিং নিয়ে তার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি নিজেকে ধর্ষিতা নারীর সঙ্গে তুলনা করে বলেন, ‘শুটিংয়ে সময় আমাকে ১২০ কেজি ওজনের ব্যক্তিকে দশ অ্যাঙ্গেলের জন্য দশবারের মতো তুলতে হতো। শুটিং শেষ করে যখন আমি বের হতাম তখন নিজেকে একজন ধর্ষিতা নারীর মতো মনে হতো। আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। আমি খাওয়া দাওয়া করে আমার ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পরতাম। এভাবেই চলত।’
অবশ্য এ বিষয়ে সালমানের ম্যানেজার জানিয়েছেন, এ অভিনেতার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মন্তব্য চালু নেই