নিজেকে আরো মেলে ধরতে চায় মডেল শুভ
নিজেকে আরো মেলে ধরতে চান সময়ের একজন উদীয়মান তরুন মডেল শুভ। পুরো নাম মোঃ নুর উদ্দিন খন্দকার (শুভ)। খন্দকার খলিলুর রহমান ও সায়েদা জাহানারা বেগমের ঘরে ১৯৮৮ সালে ৪ ফেব্রুয়ারী জন্ম হয় শুভর। ঢাকাতে ছোটবেলা থেকেই বেড়ে উঠে শুভ খন্দকার। তিন ভাই বোনের মধ্যে তিনি ছোট। সেই ছোটবেলা থেকে শখের বশে গান শোনা ও ছবি আঁকতে আঁকতে মনের গহিনে একটি স্বপ্ন বুনতে থাকে শুভ। আর সেই স্বপ্নটি হল অভিনয়। হ্যাঁ, অভিনয়ের প্রতি শুভর রয়েছে প্রবল স্বদিচ্ছা। সেই অভিনয়ের ইচ্ছা থেকে কিছু দিন আগে ফেয়ার এন্ড লাভলীর ম্যান চ্যানেল আই-এর ব্যানারে হিরো পাওয়ার বাই বাংলাদেশ আর্মি এই প্রতিযোগিতায় প্রায় ১৫০০০ হাজার ছেলের মধ্যে থেকে প্রথম ৬৭০ জন প্রাথমিক বাছাই করে সেখান স্থান মিলেছিল ছিল শুভ খন্দকারের। সেখান থেকে সর্বশেষ লাস্ট ৫০ জন এ আসে সে। এভাবে চলছে তার পথ চলা। তার প্রবল ইচ্ছা মিডিয়াতে মডেল হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। সেই লক্ষ নিয়ে বর্তমানে বিভিন্ন মিডিয়াতে তার বিচরন।
মন্তব্য চালু নেই