নিজেই তৈরি করে নিন শাওয়ার জেল সোপ

সারাদিন কর্মব্যস্ত দিন কাটানোর পর, গোসল ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট। একটি গোসল শরীরের ধুলা বালি ময়লা দূর করে সতেজ ফ্রেশ করে তুলে। শরীর থেকে ময়লা দূর করতে সাবানের বিকল্প নেই। কিন্তু অতিরিক্ত সাবান ব্যবহার ত্বকের জন্য ভাল নয়। সাবানের ক্ষারীয় উপকরণ ত্বক রুক্ষ, শুষ্ক করে তোলে। সাবানের পরিবর্তে অনেকেই শাওয়ার জেল ব্যবহার করে থাকেন। বাজারে নানা ব্র্যান্ডের শাওয়ার জেল কিনতে পাওয়া যায়। এই শাওয়ার জেল সাবানের মত কাজ করে। আপনি চাইলে নিজেই শাওয়ার জেল সোপ তৈরি করে নিতে পারেন। ঘরোয়াভাবে তৈরি বিধায় এটি ত্বকের জন্য বেশ নিরাপদ। খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই শাওয়ার জেল সোপটি।

যা যা লাগবে:

২টি ছোট জেলাটিনের প্যাকেট

১/২ কাপ বডি ওয়াশ

৩/৪ কাপ গরম পানি

১/২ চা চামচ গ্লিসারিন

২ ফোঁটা ফুড কালার

২০ ফোঁটা এসেনশিয়াল অয়েল

যেভাবে তৈরি করবেন:

১। একটি পাত্রে জেলেটিনের গুঁড়ো ঢেলে দিন। এর সাথে কুসুম গরম পানি মেশান।

২। এরপর এটি ভালভাবে নাড়তে থাকুন।

৩। এই মিশ্রণের সাথে বডি ওয়াশ এবং গ্লিসারিন মেশান। নাড়তে থাকুন যতক্ষণ না উপকরণগুলো ভালভাবে মিশে যায়।

৪। এইবার এই মিশ্রণে ফুড কালার এবং এসেনশিয়াল অয়েল মেশান। নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণের রং পরিবর্তন হয়। আপনি যদি একটু গাঢ় রং চান, তবে এতে ফুড কালারের পরিমাণ বেশি মেশাতে পারেন।

৫। মিশ্রণে লবণ মিশিয়ে নাড়তে থাকুন।

৬। এইবার মিশ্রণটি পছন্দমত ছাঁচে ঢেলে ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।

৭। ৩ ঘন্টা পর পেয়ে যান দারুন শাওয়ার জেল সোপ।



মন্তব্য চালু নেই