নিজামী-সাঈদীকে চাওয়া অযৌক্তিক: নাসিম
গোলাম আযমের জানাজায় ইমামতির জন্য মতিউর রহমান নিজামী বা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলতে পারি, কারাবন্দী কারও মৃত্যু হলে সাধারণত তার নিকট ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন জানাজার নামাজ পড়ান। তারা তো সে রকম কেউ না। তাই এ দাবির কোন যৌক্তিকতা নেই। এদিকে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে ২৬শে অক্টোবর সম্মিলিত ইসলামী দলসমূহের হরতাল ঘোষণারও কোন যৌক্তিকতা নেই বলে দাবি করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার রাত দশটা পনেরো মিনিটের দিকে ৯২ বছর বয়সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক গোলাম আযম। এসময় তার আইনজীবী তাজুল ইসলাম বলেছিলেন, গোলাম আযম মগবাজারে পারিবারিক কবরস্থানে সমাহিত হতে চেয়েছেন এবং দেলাওয়ার হোসাইন সাঈদী অথবা মতিউর রহমান নিজামীর ইমামতিতে জানাজা পড়ানোর ইচ্ছার কথা পরিবারকে জানিয়েছিলেন তিনি।
মন্তব্য চালু নেই