নিউ ইয়ার পার্টি দুবাইয়ে সারবেন দীপিকা-রণবীর

আগামী বছরের শুরুটা যাতে একসঙ্গে কাটাতে পারেন, তাই ইতিমধ্যেই দুবাই পাড়ি দিয়েছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন।
সদ্য সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’র প্রথম শিডিউলের শ্যুটিং শেষ করলেন দীপিকা-রণবীর। কাজ শেষ করেই পার্টির পরিকল্পনা করে ফেলেছেন প্রেমিক-প্রেমিকা। ক্রিসমাস থেকে নিউ ইয়ার, পুরো সময়টাই নিভৃতে কাটাতে চান তাঁরা। তবে পাপারাৎজির হাত থেকে বাঁচতে দীপিকা এবং রণবীর আলাদাভাবেই যাত্রা শুরু করেছেন। কিছুদিন আগেই ছবির চরিত্রের জন্য রণবীর এবং দীপিকাকে কম মেলামেশা করার পরামর্শ দিয়েছিলেন বনশালী। তা বলে আনন্দের মুহূর্তগুলোয় তো আর আলাদা থাকতে পারেন না!



মন্তব্য চালু নেই