নিউজিল্যান্ড সফরেই সাদা পোশাকে তাসকিন!
বল হাতে বেশ ছন্দেই আছেন পেসার তাসকিন আহমেদ। গেল ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তাকে নিয়ে বেশ ইতিবাচক ভাবনাই খেলা করছে নির্বাচকদের মনে। তাদের কথায় অন্তত এমনটাই বোঝা যায়।
ডিসেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে লম্বা সিরিজে যাচ্ছে বাংলাদেশ। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ আছে এই সিরিজে। এই সিরিজকে সামনে রেখে অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প। এ ক্যাম্পের জন্য শুক্রবার ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশের পেস আক্রমণ সমৃদ্ধ করতে রাখা হয়েছে মাশরাফি, শফিউল, মোস্তাফিজ, শুভাশিষ, মো: শহীদ এবং তাদের সাথে আছেন তাসকিন।
তাসকিনকে নিয়ে নির্বাচকদের মধ্যে চলছে টেস্ট খেলানোর ভাবনাও। হয়তো আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই তাকে দেখা যেতে পারে সাদা পোশাকে। অন্তত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথাতে এমনটাই আভাস পাওয়া যায়। নান্নু বলেন, ‘তাসকিনের পারফরম্যান্স দিন দিন ভাল হচ্ছে। তাই ওকে নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা-ভাবনা আছে। ওকে যদি টেস্টে খেলানো যায়।’
মন্তব্য চালু নেই