নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে নগ্ন হয়ে মাঠে দর্শকের দৌড়!
চ্যাপেল হ্যাডলি সিরিজে সোমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে অজিদের ৬ রানে হারিয়েছে ব্লাক ক্যাপসরা।
তবে ম্যাচ চলাকালে যে ঘটনা ঘটেছে তাতে পুরো স্টেডিয়ামজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়।
নিরাপত্তারক্ষীদের কড়া প্রহরা টপকে মাঠে ঢুকে পড়েছিলেন এক নগ্ন দর্শক। উত্তর-পশ্চিম প্রান্ত থেকে তিনি সটান মাঠে ঢুকে পড়েন তিনি। আচমকা তীব্র গতিতে ছুটতে থাকা এই দর্শককে ধরতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল নিরাপত্তাকর্মীদের।
ধর-পাকড়ের খেলা বেশ উপভোগ করেছিলেন গ্যালারিতে হাজির থাকা পনের হাজার দর্শক। শেষপর্যন্ত বিজ্ঞাপণী বিলবোর্ড টপকাতে গেলে তিনি হোঁচট খেয়ে গ্যালারির কংক্রিটের আসনে ধাক্কা খেয়ে পড়ে যান। তখনই সামনে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। পরে ওই দর্শকের লজ্জা নিবারণের জন্য পোশাক দিয়ে তাকে মুড়ে দেয়া হয়।
ওই দর্শক আর কোনোদিন ইডেন পার্কে ম্যাচ দেখতে পারবেন না। তার ওপর নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
হঠাৎ কেন এমন কাণ্ড করলেন ওই দর্শক? তিনি নিজেই জানিয়েছেন বিষয়টি।
ওই দর্শকের ভাষ্যমতে, মাঠে খেলা দেখতে যাওয়ার আগে বারে গিয়ে আট বোতল বিয়ার পান করেছিলেন তিনি। তারপরেই পুরো মাতাল হয়ে ইডেন পার্ক স্টেডিয়ামে প্রবেশ করেন ওই দর্শক।
মন্তব্য চালু নেই