না বলা কথা বলবেন তিশা
দর্শকদের সঙ্গে জীবনের না বলা কথা শেয়ার করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের সঙ্গে আড্ডা দিবেন তিনি। আর এ আড্ডার মাধ্যমেই তার জীবনের নানা দিক জানতে পারবেন দর্শক।
জিটিভির প্রতি সপ্তাহের নিয়মিত অনুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। অপি করিমের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিশা।
বিভিন্ন সময়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রথিতযশা লেখক, সাংসদ, অভিনয়শিল্পী এবং গায়ক-গায়িকারা অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্তমান ব্যস্ততা, সংসার ও জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানটির এ পর্বের অতিথি তিশা।
শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।
মন্তব্য চালু নেই