না ফেরার দেশে সেরাকণ্ঠের খেয়ালী
না ফেরার দেশে চলে গেলেন সেরাকণ্ঠ খ্যাত সঙ্গীত শিল্পী খেয়ালী কর্মকার। ২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন তিনি। সেরা কণ্ঠের সেবারের আয়োজনে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন এই সঙ্গীতশিল্পী।
গত ১৮ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় পৃথিবীর মায়া ত্যাগ করেন এই সুকণ্ঠী গায়িকা। এতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীতাঙ্গনে।
মুন্সীগঞ্জের মেয়ে খেয়ালী কর্মকার। চার বছর বয়স থেকে গানের দীক্ষা নিয়েছেন তিনি। তার গানের ওস্তাদ বাবা গৌরাঙ্গ কর্মকারই। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহের কারণে ছায়ানটেও ভর্তি হন খেয়ালী।
মন্তব্য চালু নেই