না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৫

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বুধবার পৃথক সময়ে কাঁচপুরে এসব দুর্ঘটনা ঘটে।

রাত ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পাশে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় এসআই কামরুল ইসলামসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২০ জন। এর মধ্যে পুলিশের এসআই কামরুল ইসলাম, পথচারী আলী আহম্মেদের (৫০) পরিচয় জানা গেছে।

অপরদিকে, সোনারগাঁ উপজেলায় ট্যাংক-লরির চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা সোমা আক্তার (২২) ও তার মেয়ে নুসরাত।

নিহত সোমা আক্তার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই