না.গঞ্জে যাত্রীবাহী বাসসহ চার পরিবহণে আগুন, আহত ১০

নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে একই সঙ্গে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থনকারীরা।

এ সময় নগরীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে তারা। আগুনের ঘটনায় আহত হয়েছে ১০ জন। এসময় আতংক সৃষ্টি হলে বঙ্গবন্ধু সড়কের দুই পাশের বিভিন্ন মার্কেট বিপনিবিতান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পথচারীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে শহরের উকিলপাড়া, ২নং রেল গেট ও ডিআইটি এলাকার তিনটি পয়েন্টে অবরোধকারীরা একই সময়ে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয়।

এ সময় যাত্রীবাহী বাসগুলোতে অবস্থানকারী যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে ১০ জন আহত হন। একই সময় অবরোধকারীরা শহরের ডিআইটি মার্কেট ও মণ্ডলপাড়া এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অবরোধকারীরা পালিয়ে যায়। এ সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে যায়। পরে ম-লপাড়া এবং হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই