নায়িকাহীন বাপ্পির একা সেলফি…

একযোগে ৮৭টি সিনেমা হলে চলছে আঁচল-বাপ্পীর ‘আজব প্রেম’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে নকলের অভিযোগ থাকলেও বেশ সাড়া ফেলেছে বলে জানা গেছে। নায়ক বাপ্পী শুক্রবার রাজধানীর গুরুত্বপূর্ন কয়েকটি সিনেমা হলে বসে ছবিটি দেখেছেন। এসময় দর্শকদের সঙ্গে সেলফি তুলতেও দেখা দেখে। কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপ করেন।

ছবির নায়িকা আঁচল এই মুহুর্তে দেশের বাইরে থাকায় হলে বসে সিনেমাটি দেখতে পারেননি। এছাড়াও আরো অভিনয় করেছেন জয়, ওমর সানি, মিশা সওদাগরসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৩ সালে জটিল প্রেম সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পায় বাপ্পি-আঁচল জুটি। তারপর বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমায় তাদের দেখা গেছে। এর আগে প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, গুন্ডা দ্য টেরোরিস্ট, সুলতানা বিবিয়ানা, এপার ওপারসহ মোট সাতটি সিনেমায় দেখা গেছে তাদের।



মন্তব্য চালু নেই