নায়াগ্রা জলপ্রপাতের উপর দুইটি রংধনু.. (ভিডিও)
নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর এক বিরল সৌন্দর্যের উদাহরণ। আর এই জলপ্রপাতটি যদি ১৬০ মিটার উঁচু স্কাইলন টাওয়ারের উপর থেকে দেখা যায়, তাহলে বোঝা যায় বিধাতার তার নিজের হাতে গড়া এক অপুরুপ দৃশ্য। প্রকৃতি দেবী যেন তার সকল সৌন্দর্য্য জলকন্যার রূপ ধরে প্রকাশ করতেই ব্যস্ত। আর যদি তা হয় আকাশে থাকে লাল-নীল-সবুজ-বেগুনি নানা রং-বেরঙের রঙ এসে মোড়ানো দুইটি রংধনু দিয়ে, তাহলে সৌন্দর্য্যটা বেড়ে তিন গুন হয়ে যায়।
প্রকৃতির এই সৃষ্টি আর মনোরম সৌন্দর্য্য দিগুন হয়ে দাঁড়াবে যখন জলপ্রপাতের বাষ্প আর ওই বাষ্পের সুর্যের চকচকে রোদ এসে হানা দিবে। আর এমন বিরল দৃশ্য দেখার জন্য দেশের শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টাল আওয়ার নিউজ বিডির পাঠকদের জন্য এই মনোরম দৃশের ভাগীদার হওয়ার জন্য একটি ভিডিও শেয়ার করা হল।
https://youtu.be/_28eKIHDNqo
মন্তব্য চালু নেই